ইনকিলাব মঞ্চ জানিয়েছে, জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও সংগঠনের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তার সংগ্রাম ও ত্যাগের মর্যাদা দেওয়ার অংশ হিসেবে জাতীয় ঐতিহ্যবাহী এই স্থানে তাকে দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে হাদি একটি প্রজন্মের অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন। তাই তার স্মৃতিকে জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে যুক্ত করতেই এই সিদ্ধান্ত।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, হাদির প্রতি শ্রদ্ধা জানাতে দেশব্যাপী দোয়া ও স্মরণ কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ মানুষকে এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।










