ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ক্বারী ফাসিহউদ্দিন ফিতরাত কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামুদ্রিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফাসিহউদ্দিন ফিতরাত প্রদর্শনীটি পরিদর্শন করেন এবং সেখানে প্রদর্শিত বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ঘুরে দেখেন ও সেগুলো পর্যালোচনা করেন।
দোহা সফরের অংশ হিসেবে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও সাক্ষাৎ করেন।
কাতারের আমিরের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ডিমডেক্স প্রদর্শনী ও সম্মেলনটি সোমবার দোহায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন আগামী ২২ জানুয়ারি পর্যন্ত চলবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়াতুল্লাহ খোরাজমি বলেন, “সশস্ত্র বাহিনীর প্রধান ফাসিহউদ্দিন ফিতরাত আজ ডিমডেক্স প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এই প্রদর্শনী প্রতিবছর দোহায় অনুষ্ঠিত হয় এবং এটি প্রতিরক্ষা ও সামরিক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন। এতে বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও শীর্ষ সামরিক কর্মকর্তারা অংশ নেন।”
আঞ্চলিক পর্যায়ের অন্যতম বড় প্রতিরক্ষা আয়োজন হিসেবে ডিমডেক্স নতুন সামরিক প্রযুক্তি ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেয়। একই সঙ্গে এটি বিভিন্ন দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণ প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সাম্প্রতিক অগ্রগতি মূল্যায়নের একটি কার্যকর সুযোগ।
সামরিক বিশ্লেষকদের ধারণা, এই ধরনের আয়োজনে ইসলামিক আমিরাতের কর্মকর্তাদের উপস্থিতি প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হতে পারে এবং সামরিক সংলাপ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখে।
সামরিক বিশ্লেষক আহমদ খান আন্দার বলেন, “এ ধরনের প্রদর্শনীতে ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তাদের অংশগ্রহণ শুধু আধুনিক সামরিক ও প্রতিরক্ষা প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করে না, বরং আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা উন্নয়নেও সহায়তা করে।”
এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন ইমারাতে ইসলামিয়া দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার ওপর ধারাবাহিকভাবে গুরুত্ব দিয়ে আসছে।
সূত্র: তোলো নিউজ











