রবিবার | ৭ ডিসেম্বর | ২০২৫

‘কিছু লোক আ. লীগে অনুপ্রবেশ করেছে; তারা কোনোভাবেই বাংলাদেশ চায় না’

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের উন্নয়নের রাজমিস্ত্রি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আমরা কাজ করছি। সেই রাজমিস্ত্রিকে সবাই সাহায্য করা দরকার, সমর্থনের দরকার। মুখের মধ্যে থাকলে হবে না, প্রকাশ করতে হবে। এই জন্য প্রকাশ করতে হবে যে, কিছু লোক আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে। তারা কোনোভাবেই বাংলাদেশ চায় না।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের শত্রু কারা চিহ্নিত করে তাদের রুখতে হবে। নতুবা আমাদের স্বাধীনতা আবারও হুমকির সম্মুখীন হবে।

সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার ৩ আসনের এমপি নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার জাকারিয়া প্রমুখ।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img