বুধবার | ৩১ ডিসেম্বর | ২০২৫
spot_img

ফেসবুকে মোদিকে কটূক্তির অভিযোগে যুবক আটক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তি করে ভিডিও দেওয়ার অভিযোগে হুমায়ুন কবির (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ধনীবস্তি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

শনিবার (২০ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও এর মন্দিরপাড়ার একটি ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়।

পুলিশ বলছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন বানচাল করার জন্য বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা-বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করছে। যা সাম্প্রদায়িক অস্থিরতা ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও আপলোড করার অপরাধে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ