আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট, মাহাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী কাতার গমন করেছেন।
পবিত্র রমজান উপলক্ষে কাতারে বাংলাদেশ প্রেসক্লাব ও বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ক্বিরাত মাহফিলে প্রধান আকর্ষন হিসেবে অংশ নিতে মঙ্গলবার (১৮ মার্চ) সকালে ঢাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, এটি তার ৫ম বারের মতো কাতার সফর।
সম্মেলন শেষে আগামীকাল শুক্রবার (২১ মার্চ) তুরস্কের ধর্ম মন্ত্রনালয়, তুর্কী রেডিও ও টেলিভিশন কর্পোরেশন (TRT) এর দাওয়াতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে কাতার থেকে তুরস্ক সফর করবেন।
সফর শেষে তিনি আগামী ২৯ মার্চ দেশে ফিরবেন।