রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আফগানিস্তানকে অস্থির রাখতে তালেবানবিরোধীদের সহায়তা করছে পশ্চিমারা: রাশিয়ার গোয়েন্দা প্রধান

ভূরাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পশ্চিমা দেশগুলো। কাঙ্খিত লক্ষ্য অর্জনের জন্য আফগানিস্তানে তালেবান বিরোধী গোষ্ঠীগুলোর সাথে গোপনে হাত মিলিয়েছে তারা। কাবুলকে অকেজো করতে এসব গোষ্ঠীগুলোকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। এমনকি আফগানিস্তানের অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রেও নানা ধরনের বাধা সৃষ্টি করছে ইউরোপের দেশগুলো। এমনটিই অভিযোগ করেছেন রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর’র প্রধান সের্গেই নারিশকিন

শনিবার (১৯ এপ্রিল) রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা ‘টাস’ এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে।

সের্গেই নারিশকিন বলেন, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো আফগানিস্তানের ভেতরে বিরোধী শক্তিগুলোকে সহায়তা করার গোপন উপায় খুঁজছে। যার মূল উদ্দেশ্য তালেবানের রাজনৈতিক কাঠামোকে দুর্বল করা ও গোটা অঞ্চলে অস্থিরতা দীর্ঘায়িত করা।

তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের অর্থনৈতিক পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করছে পশ্চিমারা। যার উৎকৃষ্ট উদাহরণ হল এখনও আফগানিস্তানের বৈদেশিক সম্পদ জব্দ ও নিষেধাজ্ঞা বজায় রাখা। যার ফলে দেশের অবস্থা আরও খারাপ হচ্ছে।

রাশিয়ার এই গোয়েন্দা প্রধান বলেন, এসব পদক্ষেপ আলাদা ঘটনা নয়, বরং আফগানিস্তানের স্থিতিশীলতার পথে বাধা সৃষ্টি করার একটি পদ্ধতিগত কৌশলের অংশ।

তিনি আরও বলেন, “এই পশ্চিমা শক্তিগুলো সক্রিয়ভাবে আফগানিস্তানকে অস্থির রাখতে কাজ করছে, যাতে তারা তাদের ভূ-রাজনৈতিক প্রভাব বজায় রাখতে পারে।”

উল্লেখ্য, সম্প্রতি তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া। এটি এমন একটি পদক্ষেপ, যা মস্কোর কূটনৈতিক অবস্থানের পরিবর্তনকে নির্দেশ করে ও তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের সঙ্গে সম্ভাব্য যোগাযোগের দরজা খুলে দেয়।

সূত্র: কেপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img