সচিবালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের তালিকা প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’।
মঙ্গলবার (২০ মে) জুলাই ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় শহীদ মুহতাসির রহমান আরিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান তালিকায় থাকা ব্যক্তিদের নাম পড়ে শোনান।
তালিকায় আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত ৪৪ জনের নাম রয়েছে।