ফিলিস্তিনের গাজ্জায় চলমান গণহত্যা ও ত্রাণ প্রবেশে বাধা দেওয়ায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটেন, কানাডা এবং ফ্রান্সের নেতারা।
সোমবার (১৯ মে) ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইসরাইলি গণহত্যার নিন্দা জানিয়ে এ হুঁশিয়ারি দেন।
বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক জনগণকে জরুরি মানবিক সহায়তা প্রদানে ইসরাইল সরকারের অস্বীকৃতি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করেছে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের যেকোনো উদ্যোগের বিরোধিতা করি। পরিস্থিতি না বদলালে আমরা সুনির্দিষ্ট নিষেধাজ্ঞাসহ পরবর্তী পদক্ষেপ নিতে দ্বিধা করব না।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে আমরা সবসময় সমর্থন করি, কিন্তু গাজ্জায় বর্তমান সামরিক আগ্রাসন সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।
বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহু সরকার গাজ্জায় যে মর্মান্তিক পদক্ষেপ নিচ্ছে, তার পক্ষে আমরা দাঁড়াতে পারি না। একইসঙ্গে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় গাজ্জায় অবিলম্বে অস্ত্রবিরতির উদ্যোগকেও তারা সমর্থন জানিয়েছেন।
বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিন নেতা। হামাস এই বিবৃতিকে স্বাগত জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন পুনঃপ্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
সূত্র: রয়টার্স