বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

আরব নেতাদের ঘাড়ে জমেছে নিরীহ ফিলিস্তিনিদের রক্তের বোঝা: আবু উবায়দা

আরব নেতাদের ঘাড়ে নিরীহ ফিলিস্তিনিদের রক্তের ভার জমেছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দা।

তিনি বলেন, তোমাদের নীরবতার কারণে হাজার হাজার নিরীহ মানুষ মরে গেছে, তাদের রক্তের বোঝা এখন তোমাদের ঘাড়ে।

শুক্রবার (১৮ জুলাই) এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি।

আবু ওবাইদা আরব নেতাদের নীরবতার নিন্দা করেছেন এবং তাদেরকে ইসরাইলি গণহত্যার শিকার, অনাহার ও ওষুধ থেকে বঞ্চিত হাজার হাজার নিরীহ ফিলিস্তিনির মৃত্যুর জন্য দায়ী করেছেন।

তার ভাষ্যমতে, যখন অন্যায় হচ্ছিল তখন তোমরা চুপ থেকেছো। সেই নীরবতাই অন্যায়ের সঙ্গে সহযোগিতা হিসেবে কাজ করেছে। হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়েছে, প্রতারিত হয়েছে—এখন সেই রক্তের দায় তোমাদের ঘাড়ে।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতি পশ্চিমাদের অটল সমর্থনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের শত্রুদেরকে দুনিয়ার বড় বড় দমনকারী শক্তিগুলো লাগাতারভাবে সাহায্য করছে—যাদের হাতে অনেক অস্ত্র আর গোলাবারুদ আছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img