রবিবার | ২০ জুলাই | ২০২৫

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হক্কানীর সাথে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠক

spot_imgspot_img

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হক্কানী কাবুলে সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই বৈঠকে সিরাজউদ্দিন হক্কানী কাবুল সফরের মূল উপলক্ষ আফগানিস্তান, পাকিস্তান ও উজবেকিস্তানের মধ্যে আফগান-ট্রান্স রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাই সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরকে একটি “গুরুত্বপূর্ণ অগ্রগতি” হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “এই সমঝোতা তিন দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও পরিবহনখাতে সম্পর্ক বিস্তারের একটি ভিত্তিগত পদক্ষেপ।”

তিনি আরও বলেন, “আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্য, ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং যৌথ অর্থনৈতিক সম্ভাবনা বিদ্যমান। এসব মূল্যবোধ ও সংযোগকে আমাদের পারস্পরিক বাস্তব সহযোগিতার ভিত্তিতে পরিণত করা উচিত।”

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারও এই রেল প্রকল্পে সম্ভাব্যতা যাচাই সংক্রান্ত সমঝোতাকে “একটি বড় অগ্রগতি” বলে অভিহিত করেন।

তিনি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান “ঐতিহাসিক সম্পর্ক, ভালো প্রতিবেশিত্ব এবং আরও উন্নত সম্পর্ক” গড়ার ওপর জোর দেন।

বক্তব্যের শেষে তিনি বলেন, “আমরা চাই, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, ট্রানজিট, নিরাপত্তা ও রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে টেকসই ও গঠনমূলক সহযোগিতা গড়ে উঠুক।”

সূত্র : আরটিএ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img