গোপালগঞ্জ জেলায় কারফিউ শিথিলের পর রোববার (২০ জুলাই) সকাল থেকে ফের ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এ আদেশ বলবৎ থাকবে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।
শনিবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারায় নতুন করে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
১৪৪ ধারা অনুযায়ী, উল্লিখিত সময়কালে জেলার যেকোনো স্থানে সভা, মিছিল বা জনসমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি পরিষেবাগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি জানান, শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর ছিল। এরপর তা প্রত্যাহার করে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রাখা হয়েছে।