ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর আদাবরে গার্মেন্টসকর্মী সোহেল রানাকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনা এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ আগষ্ট) নিহত সোহেলের ভাই ইব্রাহীম ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এ মামলার আবেদন করেন।
বাদির আইনজীবী এস এম ইবরাহীম খলিল জানান, আদালত বাদির জবানবন্দি গ্রহণ করার পর আদাবর থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন।









