শনিবার | ২৩ আগস্ট | ২০২৫

গাজ্জায় ৬০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল; ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ৩১ জনের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত ৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এছাড়া মানবিক সহায়তা নিতে যাওয়া ৩১ জনকে হত্যা করা হয়েছেন। অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৩ জনের।

মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় ইসরাইলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৬২ হাজার ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দৈনিক আপডেটে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন নিহত ও ৩৪৩ জন আহত হয়েছেন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫৭৩ জনে। মন্ত্রণালয় আরও জানায়, গত এক দিনে অনাহার ও অপুষ্টিতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৬ জনে, যাদের মধ্যে ১১২ জন শিশু।

এদিকে গাজ্জায় উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে থাকলেও টানা ইসরাইলি হামলা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

এদিকে ইসরাইলি বাহিনী এখনো মানবিক সহায়তা নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের হামলায় ৩১ জন নিহত এবং ১৯৭ জন আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত খাদ্য ও সহায়তা সরঞ্জাম সংগ্রহের চেষ্টা করার সময় ইসরাইলি হামলায় ১ হাজার ৯৯৬ জন নিহত ও ১৪ হাজার ৮৯৮ জন আহত হয়েছেন।

spot_img

সর্বশেষ

প্রধান উপদেষ্টার কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

মার্কিন শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে মন্তব্য...

গাজ্জায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত...

গাজ্জা যুদ্ধে ইসরাইলের হয়ে নিউজ করছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের একাধিক কর্মী অভিযোগ করেছেন, সংস্থার সম্পাদক ও ব্যবস্থাপনায় ইসরাইলপন্থী পক্ষপাত লক্ষ্য করা যায়।বৃহস্পতিবার (২১ আগস্ট)...

ঢাকার পথে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সফরে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। ১৩ বছরের মধ্যে এটি কোনো পাকিস্তানি...
spot_img

এই বিভাগের

spot_imgspot_img