নাইজেরিয়ায় ফজরের নামাজ চলাকালীন হামলা চালিয়েছে বন্দুকধারী সন্ত্রাসীরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজ চলাকালীন বন্দুকধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
মালুমফাশির উঙ্গুওয়ান মানতাউ গ্রামের প্রধান ও একজন হাসপাতাল কর্মকর্তা জানান, বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা ঘটনার বিবরণে জানান, উঙ্গুওয়ান মানতাউয়ের প্রত্যন্ত এলাকার মুসলিমরা স্থানীয় সময় ভোর ৪টার দিকে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হলে বন্দুকধারী সন্ত্রাসীরা ব্যাপকভাবে গুলি চালায়।
সংবাদমাধ্যমের তথ্যমতে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্যাঞ্চলে সম্প্রতি এই ধরনের হামলা সাধারণ হয়ে উঠছে।
রাজ্যের কমিশনার নাসির মুয়াজু বলেন, পুন:আক্রমণ রোধে উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরো বলেন, বন্দুকধারীরা প্রায়শই বর্ষাকালে সম্প্রদায়ের উপর আক্রমণ চালানোর জন্য ফসলের মধ্যে লুকিয়ে থাকে।