সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

এবার যুদ্ধবিমান বিক্রয় করবে পাকিস্তান

পাকিস্তানের কাছ থেকে ১২টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে আর্জেন্টিনা।

পাকিস্তান টুডে এর খবরে এ তথ্য জানানো হয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, পাকিস্তানের কাছ থেকে এসব যুদ্ধবিমান কেনার জন্য আর্জেন্টিনা ২০২২ সালের খসড়া বাজেটে ৬৪ কোটি ৪০ লাখ ডলার অর্থ বরাদ্দ দিয়েছে। এরইমধ্যে এ বাজেট দেশটির জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। তবে আর্জেন্টিনা সরকার এখনো এটি সই করে নি। অবশ্য, দেশটি পাকিস্তান থেকে যুদ্ধবিমান কিনতে চায়- সেটি পরিষ্কার।

গত কয়েক বছর ধরে আর্জেন্টিনা বেশ কয়েকটি দেশের কাছ থেকে যুদ্ধবিমান কেনার চেষ্টা করে আসছে কিন্তু অর্থের ঘাটতি অথবা ব্রিটেনের আপত্তির কারণে তা হয়নি। সর্বশেষ গত বছর দক্ষিণ কোরিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কেনার প্রচেষ্টা আটকে দিয়েছিল ব্রিটেন। আর্জেন্টিনার প্রতিরক্ষামন্ত্রী ব্রিটিশ এ পদক্ষেপকে ‘সাম্রাজ্যবাদী অহংকার’ বলে মন্তব্য করেছিলেন।

জেএফ-১৭ থান্ডার বিমান হচ্ছে চীন ও পাকিস্তানের যৌথ প্রচেষ্টায় তৈরি এক ইঞ্জিনের মাল্টি রোল যুদ্ধবিমান। এ বিমান ইন্টারসেপশন, গ্রাউন্ড অ্যাটাক, জাহাজে হামলা ও নজরদারির কাজে ব্যবহার করা যায়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img