জাতীয় স্বার্থের সুরক্ষা নিশ্চিত করতে তালেবানদের সঙ্গে পাকিস্তান সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার।
সোমবার (২০ সেপ্টেম্বর) এক বক্তৃতায় এ কথা জানান তিনি।
মেজর বাবর ইফতিখার বলেন, তালেবান বেশ কয়েকবার পুনর্ব্যক্ত করেছে যে আফগান ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। তালেবানদের উদ্দেশ্য নিয়ে আমাদের সন্দেহ করার কোন কারণ নেই।
মেজর বাবর ইফতিখার আরও বলেন, সীমান্ত ব্যবস্থাপনা ক্রমাগত উন্নত হচ্ছে এবং অদূর ভবিষ্যতে সীমান্ত সম্পূর্ণ নিরাপদ করা হবে।
তিনি বলেন, ভারতীয় গণমাধ্যম ভুয়া খবর এবং বানোয়াট গল্পে উন্নীত হওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে।