অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাসূল (সা.)-এর জীবনাদর্শ অনুস্মরণ ও অনুকরণের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, কারণ তাঁর আদর্শ মানবতাবিরোধী বিবাদ, হিংসা ও সংঘাত দূর করে মানুষের মধ্যে সম্প্রীতি, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা গড়ে তুলতে সাহায্য করে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম লোহাগড়া উপজেলার চুনতী ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.)মাহফিলের (১৬তম) দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, পবিত্র কুরআনে বলা হয়েছে, “তোমাদের জন্য রাসূল (সা.) এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ”, যা এই বিশ্বাসকে সমর্থন করে। তাঁর জীবনাদর্শকে মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা আজকের অশান্তিময় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র বিকল্প প্রমুখ।
তিনি বলেন,আমাদের এই বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে।সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।