সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

নির্বাচনে ১ লাখ সেনাসদস্য মাঠে থাকবে: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে এক লাখ সেনাসদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ সোমবার (২০ অক্টোবর) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, ইন্টেলিজেন্স শেয়ারিং হবে। এটা সমন্বয় করতে হবে। নির্বাচনি প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না। তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে ব্যবহার করতে পারবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ধীরে ধীরে বাড়ানো হবে।

তিনি বলেন, দেড় লাখ পুলিশ থাকবে এবং আনসার থেকে সবচেয়ে বেশি জনবল আসবে। বডি ক্যামেরা ও ড্রোন থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সব বাহিনীর প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন সবার লক্ষ্য। বাজেট কত টাকা হবে কেউ বলে নাই। পরবর্তীতে আলোচনা করা হবে।

নির্বাচনের পরিবেশ নিয়ে কারো মধ্যে উদ্বেগ দেখিনি উল্লেখ করে তিনি বলেন, আমি তাদের মধ্যে কোনো উদ্বেগ দেখিনি। নির্বাচন করার মতো পরিবেশ আছে। সেনাবাহিনী ৯০ হাজার থেকে এক লাখ, আনসার ৫ লাখ থেকে ৬ লাখ নির্বাচন আয়োজনে যুক্ত থাকবে। ভোটের পরিবেশ নিয়ে কেউ আশঙ্কা প্রকাশ করেনি। আর কোনো কারণও নাই।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img