ইমারাতে ইসলামিয় আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক ‘দা আফগানিস্তানের’ গভর্নর সিদ্দিকুল্লাহ খালিদ জানিয়েছেন, দেশের ব্যাংকিং খাত এখন পূর্ণাঙ্গ ইসলামিকরণের প্রক্রিয়ায় প্রবেশ করেছে।এর লক্ষ্য হলো জনগণের জন্য আরও উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করা এবং বিভিন্ন ইসলামি আর্থিক পণ্য প্রবর্তন করা।
বাণিজ্যিক ব্যাংকগুলোর নেতৃবৃন্দের সঙ্গে এক যৌথ বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে তিনি কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং ইলেকট্রনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের গুরুত্বের ওপর জোর দেন।
দা আফগানিস্তান ব্যাংক জানিয়েছে, বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং লাইসেন্স পেতে যাচ্ছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে আফগানিস্তানে ইসলামিক ব্যাংকিং পদ্ধতি আনুষ্ঠানিক রূপ পাবে এবং এতে ব্যাংকিং কাঠামোর স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে।
সূত্র: হুরিয়াত রেডিও