সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

ভোটে ড্রোন ব্যবহার করতে পারবে আইন-শৃঙ্খলা বাহিনী : ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটের প্রচারে ড্রোনের ব্যবহার নিষেধ রাখা হয়েছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী ড্রোন ব্যবহার করতে পারবে।

সোমবার (২০ অক্টোবর) নির্বাচন ঘিরে প্রাক-প্রস্তুতিমূলক আইন-শৃঙ্খলা বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা চলে এ বৈঠক।

ইসি সচিব বলেন, ড্রোনের ব্যবহারের বিষয়ে বলা হয়েছে যে, নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে পারবে।

তিনি জানান, প্রথম দিকে তফসিল ঘোষণা মোটামুটিভাবে একটু থিন আউট থাকে। কিন্তু গ্রাজুয়ালি যতক্ষণই আমরা নির্বাচনের তারিখের দিকে পৌঁছাই সে সময় এদের সংখ্যাটা বেড়ে যায়। একটা সীমিত সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শুরু থেকে কাজ করবেন।

আইন-শৃঙ্খলা বৈঠকে আইজিপি’র তথ্য তুলে ধরে ইসি সচিব জানান, পুলিশের দেড় লাখ কর্মীবাহিনী থাকবে ভোটে। সবচেয়ে বেশি বাহিনীর সদস্য আসবে আনসার-ভিডিপি থেকে। স্বরাষ্ট্র সচিব বলেছেন, বডিওর্ন ক্যামেরা থাকবে; ড্রোনের ব্যবস্থা থাকবে। কাজেই আমরা ভিজিলেন্সটা অনেক বেশিই হবে। সবগুলার বাহিনী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্বাচনকে সামনে রেখে তাদের কর্মীদের প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, আজকে সূচনা এটা। এখন কনক্লুসিভ কোনো কিছু না। এটা তো ধারাবাহিকভাবে চলবে। আরেকটা বড় জিনিস আছে যেটা বাজেট। প্রত্যেকটা অর্গানাইজেশন প্রত্যেকটা ইউনিটে একটা বাজেট লাগবে, তাদের খরচ আছে প্রশিক্ষণের সঙ্গে প্রত্যেকটা খরচ আছে সেগুলো আমাদেরকে দেবেন। এটা ইলেকশন বাজেটের সঙ্গে সম্পর্কিত, বাজেটটা করব।

সচিব আরও বলেন, কেউ এখনো পর্যন্ত বাজেটের কথা বলেননি, কত টাকা? কিন্তু সবাই বলেছেন, বাজেট একটা ফ্যাক্টর। আলোচনা করার পরে ফাইন টিউনিং করে যেটুকু বাজেট আসবে তখন করা যাবে। বাজেট তো সবসময় থাকে। কিন্তু সেটা তো গ্রহণযোগ্য একটা বাজেটের ব্যবস্থাটা অর্থবিভাগে পাঠিয়ে ব্যবস্থা করতে সময় লাগবে বলে জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img