কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও রাসুলের (সা.) অবমাননাকারীর শাস্তি মৃত্যুদণ্ড আইন প্রণয়নের দাবিতে আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণবিস্ফোরণ ঘটবে বলে ঘোষণা দিয়েছেন সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ মধুপুর পীর।
সোমবার (২০ অক্টোবর) সাভার উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ ঢাকা জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ ঘোষণা দেন।
মধুপুর পীর বলেন, হযরত মুহাম্মাদ (সা.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল। তারপরে নতুন করে কেউ নবী-রাসুল হিসেবে আগমন করবেন না। এটা কুরআন-সুন্নাহ ও ইজমা-কিয়াসের সর্বসম্মত বক্তব্য। এটাই ইসলামের মৌলিক আকিদা ও বিশ্বাস। যারা এটা অস্বীকার করবে কিংবা সন্দেহ পোষণ করবে নিঃসন্দেহে তারা কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের।
তিনি বলেন, তথাকথিত ‘আহমদীয়া মুসলিম জামাত’ নামধারী কাদিয়ানীরা নিজেদের মুসলিম দাবি করলেও উল্লিখিত বিশ্বাসটি অস্বীকার করে। তারা ভারতে জন্ম নেওয়া গোলাম আহমদ কাদিয়ানীকে নিজেদের নবী ও রাসুল হিসেবে বিশ্বাস করে। ফলশ্রুতিতে তারা ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাস থেকে বের হয়ে গেছে। অনতিবিলম্বে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।
তিনি আরো বলেন, রাসুলকে (সা.) অবমাননাকারীর শাস্তি মৃত্যুদণ্ড করে আইন পাস করতে হবে। কোনো কুলাঙ্গার যেন তার সম্পর্কে কটূক্তি করার দুঃসাহস না পায়। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ে আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন বাস্তবায়নে তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।