বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগের দাবিতে বিএনপির সমাবেশ কর্মসূচি ঘোষণা

দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা করার সুযোগের দাবিতে আগামী সোমবার (২২ নভেম্বর) সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ শনিবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একই দাবিতে আয়োজিত গণঅনশন কর্মসূচির সমাপনি বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে চিকিৎসার দাবিতে ২২ নভেম্বর সারাদেশে সমাবেশ হবে। কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালিত হবে জাতীয় প্রেসক্লাবের সামনে।

মির্জা ফখরুল বলেন, এরপরও যদি তাকে বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়া হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অবিলম্বে দেশনেত্রীকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন, নইলে আন্দোলনের মাধ্যমে গদিচ্যুত করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ