কাতারের সাথে যৌথভাবে আফগানিস্তানের বিমানবন্দর পরিচালনা করা যেতে পারে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ চাভুসওগ্লু।
তিনি বলেন, আমাদের বিশেষজ্ঞরা দোহা যাচ্ছেন। আমরা আফগান সরকারকে অংশীদারিত্বের প্রস্তাব দেবো। যদি সব ঠিক থাকে, তাহলে কাতারের সাথে যৌথভাবে আফগানিস্তানের বিমানবন্দর পরিচালনার দায়িত্ব নিতে পারে তুরস্ক।
আজ (২০ ডিসেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাবুলসহ আফগানিস্তানের পাঁচটি বিমানবন্দরের পরিচালনার জন্য একটি যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বর্তমান আফগান সরকারের সাথে আমাদের প্রতিনিধি দল আলোচনা করবে। চুক্তি কার্যকর না করলেও সমস্যা নেই।
সূত্র : টিআরটি উর্দু