গুলিতে শহীদ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হওয়ার পরে কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এই সমাধিস্থলের আশপাশে ভিড় করছেন সাধারণ মানুষ, ছাত্র, জনতা। ভেতরে চলছে প্রস্তুতি। সমাধিস্থলের মূল ফটক বন্ধ রাখা হয়েছে, সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূল ফটকে অবস্থান করছেন।
এখানে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য বলেন, ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এখানে অবস্থান করছি। বাইরে শত শত মানুষ অপেক্ষা করছে, কিন্তু কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
অন্যদিকে শাহবাগ মোড়ে সাধারণ মানুষ, ছাত্র জনতা ছোট ছোট মিছিল নিয়ে আসছেন, আবার অনেকে এখান থেকে জানাজার স্থলের দিকে রওনা হচ্ছেন। এ ছাড়া পুলিশ বিজিবি সদস্য ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য শাহবাগে অবস্থান করছেন।










