ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ক্বারী ফাসিহুদ্দীন ফিতরাৎ ও কাতারের সশস্ত্র বাহিনীর প্রধান জাসিম বিন মুহাম্মাদ আল-মানাই বৈঠক করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) কাতারের রাজধানী দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক সহযোগিতা বজায় রাখা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে করণীয় বিষয়ে বিস্তারিতভাবে মতবিনিময় করেছেন।
উল্লেখ্য, আফগান সশস্ত্র বাহিনীর প্রধান দুই দিন আগে কাতার সফর করেন। দোহায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সামুদ্রিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।
সূত্র: হুরিয়াত রেডিও











