শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

আ’লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি

পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আওয়ামী লীগ নিষিদ্ধেরে ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রত্যাখান করেছেন ঢাবির শিক্ষার্থীরা।

বক্তব্যে তিনি বলেছিলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) প্রেসিডেন্ট ও সিইও কমফোর্ট ইরোর নেতৃত্বে আসা একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

সংবাদমাধ্যমে এই খবর প্রচার হতেই গভীর রাতে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল থেকে- চব্বিশের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নেই। জুলাইয়ের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ, করতে হবে করতে হবে। ভারতের দালালের হুশিয়ার সাবধান। কিলার লীগ, ব্যান ব্যান। ইউনূস সাহেবের বক্তব্য, প্রত্যাহার করো করতে হবে। বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই বলে স্লোগান দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বৈঠকে রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে।’

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img