মানিকগঞ্জ নার্সিং কলেজের শিক্ষার্থীদের ইফতার মাহফিলে গরুর মাংস খেতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, নিজেদের অর্থায়নে আয়োজিত ইফতার মাহফিলে গরুর মাংসের তেহারি রাখার সিদ্ধান্ত নিলেও কতিপয় শিক্ষক ও শিক্ষার্থী তা বাতিলের চাপ দেন। এছাড়া তারা পরীক্ষায় নম্বর কমানোর হুমকিও দেন। ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ দাবি করে আমরা তীব্র প্রতিবাদ জানান।
কর্তৃপক্ষ যদি তাদের দাবি মেনে না নেয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে দ্রুত এর সমাধান দাবি করেছেন।