ফিলিস্তিনের গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিলেট মহানগর ছাত্র জমিয়ত।
আজ শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা বন্দরবাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, যুব বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মহানগর জমিয়তের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমদ, ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ চৌধুরী, সাবেক সভাপতি মাওলানা আবু খায়ের, সাবেক সিনিয়র সহ সভাপতি হাফিজ জাহিদ আহমদ, বর্তমান সভাপতি হাফিজ জামিল আহমদ সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সহ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সিলেট মহানগর ছাত্র জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক শাকির আলম অর্থ সম্পাদক মীর আইনুল হক, দপ্তর সম্পাদক রায়হান উদ্দিন, সমাজসেবা সম্পাদক নুরুদ্দীন রফিকী, আব্দুল্লাহ আল মামুন, আদনান উদ্দিন প্রমুখ।