বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

সিনেমা হল ভেঙে তৈরি হচ্ছে ইদরিসিয়া দারুল কুরআন মাদরাসা

নরসিংদীর রায়পুরার হাসনাবাদ এলাকার ছন্দা সিনেমা হল ভেঙে তৈরি হবে মাদরাসা। হলটি ভেঙে প্রতিষ্ঠা করা হবে “ইদরিসিয়া দারুল কুরআন মাদরাসা” নামে একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান।

ইতোমধ্যে ১ কোটি ৩০ লাখ টাকা চুক্তিমূল্যে সিনেমা হলের জায়গাটি ২০ লাখ টাকায় বায়না পত্র করা হয়েছে। মালিকানা পরিবর্তন নিশ্চিত করতে সিনেমা হলের সামনে ব্যানার টানিয়ে দিয়েছে ইদরিসিয়া দারুল কুরআন মাদরাসার কর্তৃপক্ষ।

রোববার (২১ এপ্রিল) দুপুরে হল এলাকার রাস্তার পাশে একটি ব্যানার দেখা যায়। ব্যানারে লেখা দেখা যায়, আলহামদুলিল্লাহ, ছন্দা সিনেমা হলটি মাদরাসার জন্য বায়না করা হয়েছে। চুক্তিমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা, বায়না মূল্য ২০ লাখ টাকা। সদকায়ে জারিয়ার এ মহৎ কাজে আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি। মাদরাসার রশিদ ছাড়া কোনোপ্রকার লেনদেন করবেন না।

মাদরাসার জিম্মাদার মাওলানা মোকাররম হোসাইন বলেন, দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ইদরিসিয়া দারুল কুরআন মাদরাসার কাছে ১ কোটি ৩০ লাখ টাকায় হলটি বিক্রি হচ্ছে। ক্রয় করার জন্য ২০ লাখ টাকা বায়নাও করা হয়েছে। সিনেমা হলটি ভেঙে একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মির্মাণ করা হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img