সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আল-আকসা আমাদের জন্য রেড লাইন: ইসরাইলকে সতর্ক করলেন এরদোগান

আল-আকসা নিয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

তিনি বলেন, আল আকসা মসজিদ এবং এর আশেপাশের স্থান সম্পূর্ণরূপে মুসলমানদের এবং এটি অক্ষত থাকতে হবে।

শুক্রবার (১৮ এপ্রিল) ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

এরদোগান বলেন, আল আকসা মসজিদ এবং কুব্বত আল সাখরা (পাথরের গম্বুজ)-সহ হারাম আল শরীফ একটি অবিভাজ্য সমগ্র এবং এর ১৪৪ একর এলাকা সম্পূর্ণরূপে মুসলমানদের।

তিনি বলেন, আল আকসা তুরস্কের জন্য একটি রেড লাইন বা লাল রেখা। এটি চিরকাল একই থাকবে।

ইসরাইলকে আল-আকসার পবিত্রতা ও ঐক্যের জন্য হুমকিস্বরূপ সমস্ত উস্কানি এবং কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান এরদোগান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img