মঙ্গলবার, মে ১৩, ২০২৫

ইনসাফ ইসলামি মিডিয়া জগতের এক বিপ্লবী নাম

spot_imgspot_img

এম শাহিন আহমেদ | সম্পাদক : প্রবাসের ডায়েরি


একঝাঁক তরুণ মেধাবীদের সমন্বয়ে গঠিত দেশের অন্যতম সেরা নিউজ পোর্টাল ইনসাফ মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গাটুকু দখল করতে সক্ষম হয়েছে। বিশেষ করে ইনসাফের সম্মানিত সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকারের মেধা ও প্রজ্ঞার কথা না বললেই নয়। প্রতিষ্টালগ্ন থেকে আজঅব্দি ইনসাফ সত্য ও ন্যায়ের পক্ষে নিজেকে অটুট রাখতে পেরেছে।

কেননা বর্তমান মিডিয়ার অধিকাংশই কারো না কারো দালালীতে লিপ্ত সেই জায়গায় ইনসাফ অনন্য নজীর স্থাপন করেছে।

আমরা বিশ্বাস করি,ইনসাফ সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অতীতের মতোই ভবিষ্যতে আরো তৎপর হবে।
অর্ধযুগ পূর্তিতে ইনসাফ পরিবারের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। ইনসাফের পথচলা আরো মসৃণ হোক সেই প্রত্যাশা রইলো।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img