ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় বর্বর হামলা চালিয়ে একদিনে কমপক্ষে আরও ১১৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। যার মধ্যে ৯২ জন উত্তরে জিকিম ক্রসিং, দক্ষিণে রাফাহ ও খান ইউনিসে ত্রাণ কেন্দ্রে খাবার সংগ্রহের চেষ্টা করার সময় গুলিবিদ্ধ হন।
ইসরাইলি বাহিনীর অব্যাহত অবরোধের ফলে গাজ্জায় খাদ্য সঙ্কট আরো তীব্র হয়ে উঠেছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ গত দিনে অনাহারে কমপক্ষে ১৯ জনের মৃত্যুর ঘোষণা দিয়েছে।
রোববার (২০ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চিকিৎসা সূত্রের মতে, জিকিমে ইসরাইলি বাহিনী কমপক্ষে ৭৯ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ইসরাইলি বাহিনী সেখানে ত্রাণের জন্য অপেক্ষারত জনতার ওপর হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে।
রাফায় একটি ত্রাণ কেন্দ্রের কাছে আরো নয়জন নিহত হয়েছেন। যেখানে মাত্র ২৪ ঘণ্টা আগে ৩৬ জন প্রাণ হারিয়েছিলেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মতে, খান ইউনিসে একটি দ্বিতীয় সাহায্য কেন্দ্রের কাছে আরো চারজন নিহত হয়েছেন।
এদিকে আইডিএফ রোববার জানায়, দেইর আল-বালাহ শহরে অবস্থানরত স্থানীয় বাসিন্দা ও শরণার্থীদের তাৎক্ষণিকভাবে সেখান থেকে সরিয়ে ভূমধ্যসাগর উপকূলের আল-মাওয়াসি অঞ্চলের দিকে চলে যেতে বলা হয়েছে।
এই সরিয়ে নেয়ার নির্দেশ ভবিষ্যৎ হামলার ইঙ্গিত হতে পারে- যা হাজার হাজার ফিলিস্তিনির মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।









