আজ সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। দগ্ধ অন্তত ২০০ জন। দুর্ঘটনার ভিডিও তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যে ভিডিওগুলোতে অনেকেরই রক্তাক্ত-পোড়া দেহ দেখা যাচ্ছে।
এ ঘটনায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সংবাদকর্মীদের উদ্দেশ্যে অনুরোধ জানান, যেন বাচ্চাদের রক্তাক্ত ছবি-ভিডিও লাইভে না দেখানো হয়।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।









