গাজ্জায় চলমান সংঘাতে মিত্র ইসরাইলের কাছে আরো বেশি অস্ত্র পাঠাতে চায় যুক্তরাজ্য। তবে তা আটকাতে বদ্ধ পরিকর লন্ডনের এক দল আইনজীবী। এ উদ্দেশ্যকে সামনে রেখে ফিলিস্তিনিদের উপর নির্যাতনের প্রমাণ জোগাড় করে লন্ডনের উচ্চ আদালতে একটি নথিপত্র জমা দিয়েছেন তারা। এই নথিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে ইসরাইলি বাহিনী। কোন ধরনের চিকিৎসা ছাড়াই হাসপাতাল ছাড়তে হচ্ছে আহতদের। সেই সঙ্গে ইসরাইলের মারাত্মক বোমা হামলার ঝুঁকির মুখে রয়েছে সাধারণ ফিলিস্তিনিরা।
সংবাদমাধ্যম গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ১০০ পৃষ্ঠার বেশি এই নথিপত্রে ১৪ জন ব্যাক্তির দেওয়া বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। এসব ব্যাক্তির মধ্যে রয়েছেন গাজ্জার হাসপাতালে কর্মরত পশ্চিমা চিকিৎসক, অ্যাম্বুলেন্স চালক ও বেসামরিক নিরাপত্তা কর্মী এবং সাহায্য প্রদানকারী সংস্থাগুলো।
আইনি পদক্ষেপটির উদ্দেশ্য হল, গাজ্জায় অস্ত্র পাঠানো রুখে দেওয়া। এর পেছনে যে যুক্তি দাঁড় করানো হয়েছে তা হল, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে। কেননা এসব অস্ত্র দিয়ে নিরীহ ফিলিস্তিনের উপর আক্রমণ চালানো হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











