মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় ১৬ হাজার ৪৮০ শিশুকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি গণহত্যায় ১৬ হাজার ৪৮০ জন ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে। এর মধ্যে সদ্য জন্ম নেওয়া বাচ্চা ছিল ১১৫ জন।

মঙ্গলবার (২০ আগস্ট) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে।

গাজ্জার গণমাধ্যম অফিসের প্রধান ইসমাইল থাওয়াবতেহ জানান, অপুষ্টি ও পানিশূন্যতার ফলে মারা গিয়েছে অন্তত ৩৫ টি শিশু।

তিনি আরো জানান, গাজ্জায় ইসরাইলি নিষেধাজ্ঞার ফলে মানবিক সহায়তা নিয়ে কোন ট্রাক ঢুকতে পারছে না। এতে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। ফলে আরো ৩ হাজার ৫০০ শিশু সম্ভাব্য মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।

ইসমাইল বলেন, দখলদার ইসরাইলি বাহিনীর বোমা হামলার ফলে ১৭ হাজার শিশু এতিম হয়েছে।

গাজ্জায় শিশুদের ভয়ংকর অবস্থা তুলে ধরেছে আন্তর্জাতিক সংস্থা সেভ দি চিলড্রেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিয়ত প্রিয়জনকে হারাচ্ছে শিশুরা। সেইসঙ্গে চোখের সামনেই দেখছে অজস্র গোলাবারুদ ও বোমা হামলা। হঠাৎ করেই বিভিন্ন রাস্তা দিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে তাদের। পরবর্তী বেলায় খাবার জুটবে কিনা তাও জানে না এসব শিশুরা।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ