মঙ্গলবার | ২১ অক্টোবর | ২০২৫

বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের পদবঞ্চিতদের কাফন মিছিল; ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মিছিল অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি দ্রুত পূর্ণাঙ্গ করার দাবিতে আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে মিছিল করেন পদবঞ্চিত ছাত্রনেতাদের একাংশ।

মিছিল চলাকালে তারা ‘ছাত্রদলের অধিকার, দিতে হবে দিয়ে দাও’, ‘জিয়া, খালেদা, তারেক রহমান- আমার নেতা মহান’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষুব্ধরা জানান, বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের পথে। ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে বিএনপি। এরপর একই বছরের ১৫ জুন ২৬০ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। তবে আন্দোলন-সংগ্রামের অগ্রভাগে থাকা বহু নেতাকর্মীকে বাদ দেওয়ার অভিযোগ ওঠে। দেড় বছর পার হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়নি।

বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনের চায়না টাওয়ার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সাবেক নেতাকর্মীরা অভিযোগ করেন, বারবার আশ্বাস দেওয়া হলেও দেড় বছরেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় তারা দলীয়ভাবে উপেক্ষিত বোধ করছেন। আন্দোলন ও ত্যাগের পরও সংগঠনে স্থান না পেয়ে অনেকেই সামাজিক ও পারিবারিকভাবে বিব্রতকর অবস্থায় রয়েছেন।

ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাদির শাহ পাটোয়ারী জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img