বুধবার | ২২ অক্টোবর | ২০২৫

ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনে কাতারের নিন্দা

গাজ্জায় ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তির অব্যাহত লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

তিনি বলেন, ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘন করে এমন সব কাজই করেছে, যা গাজ্জাকে মানুষের জীবন-ধারণের অনুপযুক্ত এলাকায় পরিণত করেছে। আমরা ইসরাইলের এসব অবৈধ অনুশীলনের তীব্র নিন্দা পুনর্ব্যক্ত করছি।

মঙ্গলবার (২১ অক্টোবর) কাতারের আইন পরিষদ শুরা কাউন্সিলে বার্ষিক ভাষণে তিনি এ নিন্দা জানান।

আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ট্র্যাজেডির ক্ষেত্রে সম্মান প্রদর্শন করতে অক্ষম উল্লেখ করে তিনি বলেন, গাজ্জায় ইসরাইলের যুদ্ধ গণহত্যা ছাড়া আর কিছুই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদান করতে হবে এবং গণহত্যার অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

কাতারের আমির বলেন, আমরা আরো নিশ্চিত করি যে, গাজা উপত্যকা ঐক্যবদ্ধ ফিলিস্তিনি রাষ্ট্রের ফিলিস্তিনি ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ।

এসময় গত মাসে কাতারের রাজধানী দোহায় হামলার কথাও উল্লেখ করেন আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেন, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে এমন একটি রাষ্ট্রের ওপর হামলা করে ইসরাইল সব আন্তর্জাতিক আইন ও নিয়ম লঙ্ঘন করেছে।

এর আগে যুদ্ধবিরতি মেনে চলতে ইসরাইলের উপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। চলমান যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরাইলি বিমান হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে যে, তারা বড় ধরনের বাধা, ইসরাইলি হামলা এবং ধ্বংসস্তূপ সত্ত্বেও ইসরাইলি জিম্মিদের দেহাবশেষ ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img