বুধবার | ২২ অক্টোবর | ২০২৫

যারা গত ৫৪ বছর দেশ পরিচালনা করেছে, এরা আমাদের টাকায় বিভিন্ন দেশে বেগমপাড়া করেছে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীম বলেছেন, ২০০৩ বা ২০০৪ সালে বিএনপির সময়ে বিএনপি নেতারা আমার ও ভাইদের বিরুদ্ধে ৫ হাজার টাকা ছিনতাইয়ের মামলা দিয়েছিল। ওই মামলায় আমাদের ৫ বছরের সাজা দেয় আদালত। ৫ ভাইসহ জেলে গিয়েছিলাম। সেখানে মোটা রুটি আর ডাল কিন্তু খেয়ে আসছি। আমার মতো ছেলে যদি ৫ বছর জেলে থাকে, তাহলে অন্য মানুষের ক্ষেত্রে এরা কী করেছে তা আর বলতে বাকি থাকে না। যারা গত ৫৪ বছর দেশ পরিচালনা করেছে, তাদের দেশ পরিচালনায় আমরা পেয়েছি দুর্নীতি, চোরের দিক থেকে তামাম দুনিয়ার মধ্যে বাংলাদেশকে ৫ বার ফাস্ট বানিয়েছে। এরা আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে কানাডাসহ বিভিন্ন জায়গায় বেগমপাড়া তৈরি করেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ভোলা জেলা পরিষদ হলরুমে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ভোলা উত্তরের আয়োজনে ‘ইসলামী সমাজ ব্যবস্থা ও কল্যাণরাষ্ট্র গঠনে ওলামায়ে কেরামের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী রেজাউল করীম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আল্লাহর কুদরতে যে পালালো, দম্ভ করে বলেছে হাসিনা পালায় না। আল্লাহর মাইর আলামের বাহির, ভাত রান্না করেও খেয়ে যেতে পারেনি। তার ভূমিমন্ত্রীর ৩টা দেশে প্রায় ৬২০টার মতো বাড়ির সন্ধান পাওয়া গেছে। এদের দেশ পরিচালনায় হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হতে দেখেছি। এদের দেশ পরিচালনায় আয়নাঘরের মতো আইয়্যামে জাহেলিয়াতের ইতিহাস এরা হার মানিয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি লাখ লাখ মানুষকে মিথ্যা মামলার মাধ্যমে সংসারকে বিলীন করে ফেলেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img