রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই

আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন দেশটির ডানপন্থী নেতা জাভিয়ের মিলেই (৫৩)। যার নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সাবেক অর্থমন্ত্রী সের্গিও মেসা (৫১)। মেসাকে ১২ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

বেসরকারি ফলাফলে দেখা যায়, প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। যার মধ্যে মিলেই পেয়েছেন ৫৬ শতাংশ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।

ফল ঘোষণার পর বুয়েনস আইরেসে নিজ সমর্থকদের উদ্দেশে বিজয়ী ভাষণে মিলেই বলেছেন, আজ থেকে আর্জেন্টিনার পুনর্গঠন শুরু হলো। পতনের মডেল শেষ হয়ে গেছে, যা ফিরে আসার কোনো পথ নেই।

মিলেই আরও বলেন, বিশ্বে আর্জেন্টিনা আবার তার জায়গায় ফিরে আসবে, যা কখনো হারানো উচিত নয়। আমরা মুক্ত বিশ্বের সব জাতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যাচ্ছি, একটি উন্নত বিশ্ব গড়তে সাহায্য করতে যাচ্ছি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ