বুধবার | ১৭ ডিসেম্বর | ২০২৫

তেলআবিবে হুসিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুসি বিদ্রোহীরা। এ হামলার পর এক হুসি কর্মকর্তা বলেছেন, আমাদের হামলাই প্রমাণ করে ইসরাইল আর নিরাপদ নয়।

শুক্রবার (২০ ডিসেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রাতে তেলআবিবে আঘাত করে। এতে ১৬ জন আহত হয়।

হুসির মুখপাত্র ইয়াহিয়া শারি টেলিভিশনে দেয়া এক বক্তব্যে বলেন, ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত করেছে। ইসরাইলের প্রতিরক্ষা ও ইন্টারসেপশন ব্যবস্থা এ ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিতে ব্যর্থ হয়েছে।

শারি বলেন, এ আক্রমণ গাজ্জার মানুষদের গণহত্যা ও আমাদের দেশে ইসরাইলি আগ্রাসনের জবাব।

সূত্র : আল-জাজিরা

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img