শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল কাশ্মীর

কাশ্মীরে দুটি বিস্ফোরণের ঘটনায় ৭ জন আহত হয়েছে।

গতকাল শনিবার (২২ জানুয়ারি) কাশ্মিরের নারওয়াল এলাকায় এ বিস্ফোরণটি ঘটে।

গোয়েন্দা সূত্রে জানিয়েছে, ৩০ মিনিটের ব্যবধানে এলাকায় দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণটি ঘটে স্থানীয় সময় বেলা ১১ টায় যাতে ৫ জন আহত হয়। এর প্রায় ৩০ মিনিট পরে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে যাতে ২ জন নিহত হয়।

কাশ্মীর এলাকার অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা এখন শঙ্কা মুক্ত।

অন্যদিকে, রাজ্যের গভর্নর মনোজ সিনহা দায়ীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জরুরি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।

সূত্র: কেপি
spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ