জয়পুরহাটের নবাগত পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঞা বলেছেন, মাদক, মানবপাচার ও জঙ্গিবাদ নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। কাজেই সাংবাদিকদের কাছে তথ্য এড়িয়ে যাওয়া বা সাংবাদিকদের তথ্য প্রদানে অসহযোগিতা করার কোনো অবকাশ নেই।
সোমবার (২২ মার্চ ) জয়পুরহাট জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে পুলিশের মত সাংবাদিকদের ভূমিকাও অতুলনীয়। সাধারণ জনগণ যাতে কোনো পুলিশ সদস্য দ্বারা হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রেখে পুলিশ সদস্যদের কাজ করতে হবে।
জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) সাজ্জাদ হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি, সাবেক সভাপতি মোস্তাকিম ফারোক, সহ সহসভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, এনটিভির জেলা প্রতিনিধি শাহাজান সিরাজ মিঠু , নিউজ২৪ ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আলমগীর চৌধুরি, দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি তপন কুমার খাঁ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহাদুল ইসলাম সাজু, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শামীম কাদিরসহ বিভিন্ন পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।









