মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার এক টুইটবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। সম্প্রীতি-সৌহার্দ্য-সহানুভূতির বন্ধন আমাদের সমাজে আরও দৃঢ় হোক। সবার সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের জন্য প্রার্থনা করছি। ঈদ মোবারক !’
মোদি সম্প্রীতির শুভেচ্ছা জানালেও ভারত থেকে সম্প্রীতি হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। গত কয়েক বছর যাবত ভারতে মুসলিম বিদ্বেষ চরমে পৌঁছেছে। প্রতিনিয়ত জুলুম-নির্যাতনের শিকার হচ্ছে দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। গরু পাচারের অভিযোগ এনে চলতি বছরের শুরুতে দুইজ মুসলিমকে জীবন্ত পুড়িয়ে মেরেছে উগ্র হিন্দুত্ববাদীরা। মার্চের শেষদিকে রাম নবমী উপলক্ষে মুসলিমদের মসজিদ, মাদরাসা ও মাজারে দেশজুড়ে হামলা চালিয়েছে হিন্দত্ববাদীরা।











