বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

২৬ এপ্রিল চন্দনাইশ হাশিমপুর ইসলাহুল মুসলিমীন সংস্থার ইসলামী সম্মেলন

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক সংগঠন চন্দনাইশ হাশিমপুর সিকদারপাড়া ইসলাহুল মুসলিমীন সংস্থার ব্যবস্থাপনায় ১২তম ইসলামী সম্মেলন আগামী শুক্রবার (২৬এপ্রিল) সিকদারপাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ এপ্রিল) বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন সম্মেলন ইন্তেজামিয়া কমিটির সদস্য আফছার উদ্দীন চৌধুরী।

চন্দনাইশ দোহাজারী আজিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ হাশিমপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে আলোচনা করবেন চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহাদ্দিস কাজী মাওলানা আখতার হোসাইন,জামিয়া আরাবিয়া জিরি মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আল মাহমুদ, দোহাজারী আজিজিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মারুফসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগন।

সম্মেলন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবাইকে যথাসময়ে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img