শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আগামী সপ্তাহে কাতার যাবেন আফগান পররাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরালো করার উদ্দেশ্যে খুব শীঘ্রই কাতার সফর করবেন ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। এই সফরে কাতারের সকল উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

সোমবার (২১ এপ্রিল) কাতারে আফগান রাষ্ট্রদূত সোহাইল শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের মূল উদ্দেশ্য উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা।

প্রসঙ্গত, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে উপসাগরীয় রাষ্ট্র কাতার।

বিশ্লেষকরা বলছেন, পররাষ্ট্রমন্ত্রীর কাতার সফর কাবুলের সঙ্গে দোহার রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে। পাশাপাশি একটি বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে আফগানিস্তান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক সম্পর্ক স্থাপনে কার্যকর ভূমিকা পালন করতে পারে কাতার।

উল্লেখ্য, ২০২০ সালে তালেবান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের বিষয়ে মধ্যস্থতাকারী হিসেবে মুখ্য ভূমিকা পালন করেছিল কাতার।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img