শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

ফিলিস্তিনের পক্ষে পোস্টার ছাপানোয় ভারতে গ্রেফতার ৭ মুসলিম

ভারতের উত্তরপ্রদেশে ফিলিস্তিনের পক্ষে পোস্টার ছাপিয়ে দেয়ালে টানানোর কারণে ৭ জন মুসলিমকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের উগ্র হিন্দুত্ববাদী বজরং দলের নেতা নীতিন শর্মার উস্কানির পর এমন পদক্ষেপ নেয় পুলিশ। পোস্টারের মাঝ বরাবর ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ডানপাশে ‘বয়কট ইসরাইল’ লেখা ছিলো। সেই সঙ্গে যেসব ইসরাইলি পণ্য বয়কট করতে হবে তার একটি তালিকাও প্রকাশ করা হয় এই পোস্টারে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রবিবার (২০ এপ্রিল) উত্তরপ্রদেশের সামভাল জেলার নারাউলি শহর থেকে এই ৭ জন মুসলিমকে গ্রেফতার করা হয়।

বানিয়াথের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামবীর সিং বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে সাতজন ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম আসিম, সাইফ আলি, রাহিস, মতলুব, ফারদিন, আরমান ও আরবাজ।

উল্লেখ্য, গাজ্জায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই গণহত্যার বিরোধিতা করতে গিয়ে ভারতে অনন্ত কয়েকশ মুসলিমকে গ্রেফতার করেছে উগ্র হিন্দুত্ববাদী পুলিশ।

সূত্র: ক্লারিয়ন ইন্ডিয়া

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img