রবিবার, মে ১৮, ২০২৫

২৫ মে গাজীপুর সিটিসহ সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

spot_imgspot_img

আগামী বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

রোববার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজমত উল্লাহ খান। এই নির্বাচনে মেয়র পদে বিএনপির কোনো প্রার্থী নেই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img