ভারত শাসিত কাশ্মিরে আয়োজিত জি-২০ সম্মেলন বয়কটের দাবি জানিয়ে বিক্ষোভ হয়েছে পাকিস্তানের আজাদ কাশ্মির অংশে।
সোমবার (২২ মে) পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে শত শত মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে, সোমবারই কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনৈতিক জোট জি ২০ সম্মেলন শুরু হয়েছে ভারত শাসিত কাশ্মিরের রাজধানী শ্রীনগরে, যা চলবে আগামী বুধবার পর্যন্ত। পাকিস্তানের ঘনিষ্ট মিত্র বলে পরিচিত চীন এবং সৌদি আরব ইতোমধ্যে এই সম্মেলন বর্জন করেছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি সোমবার তাদের অংশের কাশ্মিরের আইনসভায় এই সম্মেলন আয়োজনের কঠোর সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। নিজ বক্তব্যে তিনি বলেন, ভারত অন্যায়ভাবে কাশ্মির দখল করেছে এবং সেই দখলকে ন্যায্যতা দিতে জি ২০ জোটের অপব্যবহার করছে। আমরা বিশ্ববাসীর বিবেকের কাছে ভারতের এই পদক্ষেপের বিচার চাইছি।











