বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

আশা করি ইস্তাম্বুলের শান্তি আলোচনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে জোরালো ভূমিকা পালন করবে: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

spot_imgspot_img

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের পথে আমরা এক মোড় পরিবর্তনের সময়ে দাঁড়িয়ে আছি। আমরা আশা করি ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনা একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির ভিত্তি গড়ে তুলবে এবং পরবর্তী পর্যায়ে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।”

রবিবার (১৯ মে) হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ওটিএস সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠকে এ মন্তব্য করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফিদান বলেন, যখন আন্তর্জাতিক ব্যবস্থা শান্তি, স্থিতিশীলতা এবং ন্যায়বিচার উৎপাদনে ব্যর্থ হচ্ছে, তখন তুর্কি রাষ্ট্রগুলোর মধ্যে আরও গভীর আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলা জরুরি।

তিনি সদস্য রাষ্ট্রগুলোকে সমষ্টিগত সচেতনতায় কাজ করার আহ্বান জানিয়ে বলেন, তুর্কি বিশ্বকে অবশ্যই আঞ্চলিক শক্তির অনুভূতি নিয়ে সহযোগিতা জোরদার করতে হবে।

এছাড়াও গাজ্জা উপত্যকা ও সিরিয়ার বিষয়েও কথা বলেছেন হাকান ফিদান।

তিনি বলেন, “নাগরিক জনগণের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিতাড়নের হুমকি—এইসব কিছুই গ্রহণযোগ্য নয়। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য।”

সিরিয়া বিষয়ে কথা বলতে গিয়ে ফিদান তুরস্কের কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে অর্জিত অগ্রগতির কথা তুলে ধরেন, বিশেষ করে সিরিয়ার প্রশাসনকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে।

এছাড়াও ওটিএস সদস্য রাষ্ট্রগুলোকে এই রূপান্তরপর্বে সিরিয়াকে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সূত্র: ইয়ানি সাফাক

সর্বশেষ

spot_img
spot_img
spot_img