ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
এর ফলে ইসরাইলি বর্বরতায় গাজ্জায় নিহতের সংখ্যা ৫৯ হাজার ছাড়াল। এছাড়া ত্রাণ নেওয়ার সময় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় ৯৯ জন নিহত হন।
সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। উদ্ধারকারীরা অনেকক্ষেত্রে পৌঁছাতে পারছেন না।











